ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৪:৩৩ পূর্বাহ্ন

বাজার সহনীয় রাখতে ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 6:23 pm

 

অনলাইন ডেস্ক: বাজার স্থিতিশীল রাখতে রোজার ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই। রমজানে ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় আপাতত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এমনই সাঁয় দিয়েছে কৃষি মন্ত্রণলায়। সচিবালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম এ তথ্য জানান।

মার্চের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে বলে সম্প্রতি কিছু গণমাধ্যমে যে খবর এসেছে সেই প্রসঙ্গ টেনে কৃষি সচিব বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন করে আইপি ইস্যু বা বন্ধ করার কোনো নির্দেশনা বা পরিকল্পনা নেই।’

রোজার ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে কৃষি মন্ত্রণালয়ের সাড়া দেওয়ার বিষয়টি কৃষি সচিবের বক্তব্যে স্পষ্ট হলো।

ভোক্তা আর কৃষকের স্বার্থ গুরুত্ব দিয়েই পেঁয়াজ আমদানির বিষয় বিবেচনা করা হয় জানিয়ে কৃষি সচিব বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। আবার সামনে পবিত্র রমজান মাস। এই সময়ে যেন পেঁয়াজের দাম না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই।’