ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

নওহাটার কাজীপাড়া স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 7:16 pm

স্টাফ রিপোর্টার: নওহাটার সিন্দুর কুসুম্বী কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের সভাপতি নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউসার আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

সাংবাদিক কাজী নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ আজিজুল হক, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুলের সুপারেনটেনডেন্ট আব্দুল হান্নান চৌধুরী, সদস্য মর্তুজা আলী, কাজী আজিজুল ইসলাম, সাংবাদিক সরকার দুলাল মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এলিজা খাতুন। উপস্থিত ছিলেন শিক্ষক হোসনে আরা, শিল্পী খাতুন ও শাবানা বেগম।