ঢাকা | মে ১২, ২০২৫ - ৬:৫৪ অপরাহ্ন

চালকের জামিন না দেওয়ায় বাস বন্ধ করে বিক্ষোভ

  • আপডেট: Tuesday, March 29, 2022 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: কারাবন্দী বাস চালকের জামিন নামঞ্জুর হওয়ার কারণে রাজশাহীতে বিক্ষোভ করেছেন মোটর শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় ঘণ্টাখানেক রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকে।

গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন। ওই ঘটনায় পরদিন গ্রেপ্তার হন বাস চালক আবদুর রহিম। তিনি এখনও কারাগারে। সম্প্রতি তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে শ্রমিক সংগঠন। পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

এর মধ্যে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটেরও ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণার পরদিনই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেছিলেন, চালকের মুক্তির ব্যাপারে আশ্বাস মিলেছে। তাই ধর্মঘট স্থগিত করা হলো। এরপরও জামিন না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবারও আদালতে চালকের জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন নাকচ করেছেন। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বাস বন্ধ রেখে বিক্ষোভ করেন। তবে মঙ্গলবারও রাজশাহীর একজন জনপ্রতিনিধির আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন বলে জানান জাহাঙ্গীর আলম।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS