ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৪৬ অপরাহ্ন

পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • আপডেট: Monday, March 28, 2022 - 9:59 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী ফারুক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক জামালপুর জেলার মেলানদহ গ্রামের জহিরুলের ছেলে। সে দির্ঘদিন যাবৎ এ উপজেলায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাটাবাড়ি -পত্নীতলা গ্রামীণ সড়কের পান বোরাম এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্থলেই ফারুকের মৃত্যু হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।