ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:৪৭ পূর্বাহ্ন

ইমরান খানের ভাগ্যে কী আছে ‘জানা যাবে ৪ এপ্রিল’

  • আপডেট: Monday, March 28, 2022 - 12:55 pm

অনলাইন ডেস্ক: শুক্রবারের পর আবার পাকিস্তানে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে আজ। মাঝে দুদিন মুলতবি ছিল অধিবেশন। যদি সোমবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব উপস্থাপন করা হয় তবে এ বিষয়ে ৪ এপ্রিল ভোট অনুষ্ঠিত হতে পারে।

রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর ডনের।

শেখ রাশিদ বলেন, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া বিরোধীদের প্রস্তাব সোমবার জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার উপস্থাপনের অনুমতি দেন তবে ৪ এপ্রিল অনাস্থা ভোট আয়োজিত হতে পারে।

নিয়ম অনুযায়ী, প্রস্তাব উপস্থাপনের তিনদিন পূর্ণ হওয়ার পর থেকে সাত দিনের মধ্যে ভোট আয়োজন করতে হয়।

মন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়, সরকার সর্বোচ্চ সময়ই নিতে যাচ্ছে।

যদি স্পিকার প্রস্তাব উপস্থাপনে দেরি করেন তবে বিরোধীরা সংসদে ও বাইরে শক্ত অবস্থান নেওয়ার পরিকল্পনা নিয়ে রেখেছে।

এর আগে শুক্রবার পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপনের আগেই অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ৮ মার্চ দেশটির বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। দেশটিতে ২০২৩ সালের অক্টোবরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সোনালী/জেআর