ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

তানোরে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

  • আপডেট: Sunday, March 27, 2022 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা তানোর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গত ২৩ মার্চ এ মামলা করেন তিনি।

অপহরণের শিকার ওই ছাত্রীর (১৩) বাড়ি তানোর পৌরসভার মোল্লাপাড়া মহল্লায়। গত ১৯ মার্চ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে চারজন তাকে অপহরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে বলা হয়েছে।

মামলার আসামিরা হলো- গোল্লাপাড়া মহল্লার সৈকত আলী (২২), আবদুস সালাম (৪৫), হাসেম আলী (১৯) ও খলিলুর রহমান (৪৫)। মামলা হলেও পুলিশ এখনও অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।