ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৪:২৩ পূর্বাহ্ন

রুপপুরে বিদেশী নাগরিক ছুরিকাঘাতে নিহত, আটক ৩

  • আপডেট: Sunday, March 27, 2022 - 9:43 pm

পাবনা প্রতিনিধি: পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কাজাখস্তানের অপর এক নাগরিক। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন বেলারুশ নাগরিককে আটক করেছে।

নিহত সেবিষ্ট ভৃলাদিমির (৫০) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গেল শনিবার রাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে জানা গেছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভৃলাদিমির কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় ছুরিকাঘাতে ভৃলাদিমির নিহত হয়। এ সময় আহত হন অপর এক কাজাখস্তানের নাগরিক। রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ আইনী প্রক্রিয়ায় কাজাখস্তানে পাঠানোর কাজ শুরু হয়।