ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

বাঘায় সাপের কামড়ে পাহারাদারের মৃত্যু

  • আপডেট: Sunday, March 27, 2022 - 9:19 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় গত শুক্রবার দিবাগত রাতে মহিদুল নামের এক পাহারাদারের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নং ওয়ার্ডের নুর নগর গ্রামের মহিদুল ইসলাম (৩৫) রাতে একই এলাকার আলতাব হোসেনের বাড়ি পাহারা দিচ্ছিল। রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে। তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মূত্যু হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, কোন আভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Proudly Designed by: Softs Cloud