ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:৫০ অপরাহ্ন

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

  • আপডেট: Sunday, March 27, 2022 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: এক সূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে তিন দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করেছে জেলা প্রশাসন।

রোববার বেলা প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। পরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, রাজশাহী নিউ গভ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ড. মো. অলীউল আলম ও জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকবর হোসেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ৭০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দিচ্ছে।