ঢাকা | মে ১, ২০২৫ - ১২:৪০ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 25, 2022 - 11:13 pm

স্টাফ রিপোর্টার: ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহীর ঘোড়ামারায় এ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও মাহমুদ জামাল কাদেরী। উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। অনুষ্ঠান শেষে ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হয়েছেন জিন্নাত আরা সুমু। সাধারণ সম্পাদক হয়েছেন নাদিম সিনা। এ ছাড়া রাজন আল্ মাহমুদ স্বাক্ষর সাংগঠনিক সম্পাদক, ভ. ই. ক্যাস্ত্রো সাগর অর্থ সম্পাদক, তুষার আহমেদ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শামীম হোসেন দপ্তর সম্পাদক এবং মাহ্জেমিন হক নীতি রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন- মুনিম ইসলাম, লেনিন প্রামানিক, নুরুজ্জামান আকাশ এবং নাহিদ হোসেন বিজয়। দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিন্নাত আরা সুমু।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS