ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ১০:৩৯ অপরাহ্ন

প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

  • আপডেট: Friday, March 25, 2022 - 10:41 pm

 

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় পরিবারের ওপর অভিমান করে বিষপান করে স্বাধীন ফকির (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার শাজাহান মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রানীগ্রাম এলাকার একটি মেয়ের সাথে স্বাধীনের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। বুধবার সকালে বাবা মায়ের কাছে প্রেমিকাকে বিয়ে করা ও একটি স্মার্টফোনের দাবি করে। নিম্নবিত্ত পরিবারের পক্ষে স্বাধীনের দাবিগুলো সাথে সাথে পূরণ করতে পারেনি তার বাবা মা। না পাওয়ার অভিমানে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষপান করে স্বাধীন।

পরে পরিবারের লোকজন তাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্বাধীনের চিকিৎসা চললেও তার অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নিয়ে আসার পথে নয়াবাজার এলাকায় পৌঁছালে মৃত্যুবরণ করেন স্বাধীন।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, মরদেহটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যুর মামলাও করা হয়েছে।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS