ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম

টিপু হত্যার ঘটনায় মামলা, আসামিরা অজ্ঞাতনামা

  • আপডেট: Friday, March 25, 2022 - 7:46 pm

 

অনলাইন ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টার নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী কাউন্সিলর ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় এ মামলা করেন। মামলা নং ১৮।

মমালায় ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা।

ওসি মনির বলেন, ‘কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানার চেষ্টা চলছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

নিহত টিপুর ছেলে বলেন, ‘আমার বাবা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। আমাদের মতিঝিল কাঁচাবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে আছে।’

টিপুর স্ত্রী কাউন্সিলর ডলি বলেন, ‘আমার স্বামী রেস্টুরেন্ট দেখাশোনা করতেন। ১০ বছর বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে দলীয় কোন্দল ছিল। গত চার পাঁচ দিন আগে অজ্ঞাতনামা দুষ্কৃতকারী আমার স্বামীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়।’

ডলির ভাষ্য, ‘প্রতিদিনের মতো গতকাল গাড়িচালক মনির হোসেন মুন্না মাইক্রোবাস নিয়ে হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়। মতিঝিল এজিবি কলোনিতে গ্রান্ড সুলতান নামের রেস্টুরেন্টে কাজ শেষে বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে মানামা ভবনের বাটার দোকানের সামনে অজ্ঞাত দুস্কৃতকারীরা আমার স্বামীকে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে গাড়ির গ্লাস ভেঙে যায়।’

টিপুর স্ত্রী আরও বলেন, ‘আমার স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশে, বুকের বাম পাশে বগলের কাছাকাছি, পেটের মধ্যে নাভির নিচে, বাম কাঁধের ওপরে, পিঠের বাম পাশের মাঝামাঝি স্থানে, পিঠের বাম পাশে কোমর বরাবর, ডান পাশে কোমরের ওপর একাধিক স্থানে মারাত্মক জখম হয়।’

উল্লেখ্য, হত্যাকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করার সময় প্রীতি নামে শিক্ষার্থী নিহত হন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS