ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:৪৫ পূর্বাহ্ন

গুরুদাসপুরে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত

  • আপডেট: Friday, March 25, 2022 - 10:32 pm

 

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শাকিল আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার খোয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার গারিসা পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

শাকিলের পরিবার ও এলাকাবাসী জানায়, গুরুদাসপুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে অবৈধ ট্রাক্টর দিয়ে ভাটায় মাটি বহন করছে। এতে রাস্তাঘাট নষ্টের পাশাপাশি ঘটছে প্রতিনিয়তই দুর্ঘটনা। প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খনন করছে কিছু অসাধু মহল।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, একটি মাটিবাহী ট্রাক্টর চাঁচকৈড় খোয়ারপাড়া দশরতের ইট ভাটায় মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পথচারী শাকিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে গেছে। তবে এর চালককে আটক করতে পারেনি। চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।