ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১১:১৪ পূর্বাহ্ন

বিভিন্ন জেলা ও উপজেলায় গণহত্যা দিবস পালিত

  • আপডেট: Friday, March 25, 2022 - 10:52 pm

 

সোনালী ডেস্ক: ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বাঙালির শোকের এই দিনটি নানা আয়োজনে পালিত হয়েছে।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, গণহত্যা দিবসে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এ সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রাসেদ, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, সমাজসেবা অফিসার নাফিজ শরিফ, নির্বাচন অফিসার মজিবুল আলম ও আনসার ভিডিপি অফিসার মিলন কুমারসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, আলোচনা সভার মধ্যদিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও খোদাবক্স মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা রেজাউল করিম প্রমুখ।

ধামইরহাট
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধার আব্দুর রউফ, অফির উদ্দিন, প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

নাটোর
নাটোর প্রতিনিধি জানান, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ মৈত্র, জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন প্রমূখ।
ইতিহাসের এই জঘন্যতম কাল রাতে পাকিস্তানি বাহিনী কাপুরুষের মত বাঙালি জনগণের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সেই সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।