ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৪ গুণীশিল্পীকে সম্মাননা প্রদান

  • আপডেট: Thursday, March 24, 2022 - 10:35 pm

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪ জন গুণীশিল্পী এবং এক সৃজনশীল সাংস্কৃৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২১ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহম্মেদ মাহাবুবুল ইসলাম, জেলা কারচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল। এসময় সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন মোঃ আলাউদ্দিন।

পরে সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পী হচ্ছেন, লোক সংস্কৃতি (আলকাপ) বিরেন্দ্র নাথ সরকার, কন্ঠসংগীতে মোঃ আলাউদ্দিন, নাট্যকলায় মোঃ ইউসুফ আলী, যন্ত্রশিল্পী (দোতারা) মোঃ তোহুরুল ইসলাম ও এক সৃজনশীল সাংস্কৃৃতিক সংগঠন হিসেবে চাঁপাই গম্ভীরা দলকে অতিথিরা সম্মাননা পদক এবং প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন। শেষে এক মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।