ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৬:২৯ অপরাহ্ন

‘অবন্ধু দেশ’গুলোর কাছে রুবলে গ্যাস বিক্রি করবে রাশিয়া

  • আপডেট: Thursday, March 24, 2022 - 2:12 pm

অনলাইন ডেস্ক: বিশ্বের ‘অবন্ধু দেশ’গুলোর কাছে গ্যাস বিক্রির নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার ‘অবন্ধু দেশ’গুলোর কাছে ডলারের পরিবর্তে রুবলের (রুশ মুদ্রা) বিনিময়ে এ গ্যাস বিক্রি করবে।

বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ ঘোষণার জেরে বুধবার রাশিয়ায় ডলারের তুলনায় রুবলের মূল্য তিন সপ্তাহের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে।

পুতিন সরকারের এ ধরনের পদক্ষেপ কার্যকর হলে রুশ মুদ্রার মূল্য আরও বাড়তে পারে।

ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে রপ্তানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। তারা রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ থেকে এখন পর্যন্ত বিরত থেকেছে।

সোনালী/জেআর