ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:৪৮ পূর্বাহ্ন

তানোরে গাছে গাছে আমের গুটি

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 10:47 pm

সাইদ সাজু, তানোর থেকে: তানোরে গাছে গাছে থোকায় থোকায় আমের গুটি। বাম্পার ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বর্তমানে তানোর উপজেলা জুড়ে চোখে পড়বে আম গাছ। প্রতিটি গাছেই মুকুলে ভরপুর। এক সময় অন্য গাছ বেশী থাকলেও বর্তমানে তানোর উপজেলার বিভিন্ন এলাকার উচু ও এক ফসলী জমি লীজ নিয়ে বানিজ্যিক ভাবে আম বাগান গড়ে তোলা হয়েছে।

তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এক ফসলী জমিতে গড়ে তোলা আম বাগানের আম গাছে থোকায় থোকায় মুকুলের পাশাপাশি উকি দিচ্ছে আমের গুটি।

আমের গুটি উকি মারতে শুরু করায় আশায় বুক বাধছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকুল থাকলে বাম্পার ফলন হবে বলে মনে করছেন তারা।

তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মুন্ডমালা পৌর এলাকার আইড়া মোড়ের পশ্চিমে উচু ভুমির ৪০ বিঘা জমি বর্গা নিয়ে গড়ে তুলেছেন আম বাগান। গত বছর বাগান তৈরির প্রথম বছরেই গাছে আম ধরেছিলো। এবছর তার বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় মুকুলে উকি মারছে গুটি।

এবিষয়ে তিনি বলেন, প্রথম বছরের আম নেয়নি। এবছর প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে প্রচুর মুকুল। এবছর ভালো ও আশানরুপ ফলনসহ লাভবান হওয়া যাবে এমনটাই প্রত্যাশা করেছেন তিনি।

তানোর উপজেলা কৃষি কৃষি অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলায় ৩’ শ ৬০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর প্রতি হেক্টরে ১৪ মেট্রিকটন আম উৎপাদনের আশা করেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারন উপ-কৃষি কর্মকর্তা আলী রেজা।