ঢাকা | মে ৯, ২০২৪ - ১:৫১ পূর্বাহ্ন

২৫ বছর বয়সেই অবসরে টেনিস তারকা অ্যাশলে

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 2:35 pm

অনলাইন ডেস্ক: টেনিস বিশ্বকে চমকে দিয়ে হঠাৎ করেই মাত্র ২৫ বছর বয়সে অবসর ঘোষণা করে বসলেন অ্যাশলে বার্টি। তাও সিংহাসনে বসে থাকাকালীন। বর্তমানে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে গ্র্যান্ড স্লামজয়ী বার্টি জানান, ‘অন্য স্বপ্ন তাড়াতে চলে যাচ্ছি। আমি খুব খুশি এবং প্রস্তুত। এই মুহূর্তে আমার আমার মন বলছে এটাই আমার জন্য সঠিক।’

গত বছর উইম্বলডনে সাফল্যের পর থেকে তিনি টেনিসের শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে রয়েছেন। টেনিসের ইতিহাসে চুয়াল্লিশ বছর পর গত জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বা মহিলাদের একক শিরোপা জিতে প্রথম হোম প্লেয়ার হয়ে ওঠেন।

বার্টি জানান, ‘টেনিস আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত এবং পরিপূর্ণ বোধ করছি। যারা আমাকে পথ ধরে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমরা একসাথে তৈরি করা আজীবন স্মৃতির জন্য আমি সর্বদা কৃতজ্ঞ থাকব।’

ডব্লিউটিএ বার্টির অবসর নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘বর্তমান ডব্লিউটিএ বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি একটি অসাধারণ ক্যারিয়ারের পর আজ পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন।’

সোনালী/জেআর