ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫২ অপরাহ্ন

নওহাটায় দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর সচিব মিজানুর রহমান, প্যালেন মেয়র দিদার হোসেন ভুলু, কাউন্সিলর আবু সুফিয়ান, আফতাব হোসেন জাহাঙ্গীর, রাসেদা বেগম, আসমা বেগম, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে ৩৭ জনের মাঝে পৌর তহবিলের এক লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়।