ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৫:০০ পূর্বাহ্ন

‘আদিবাসীদের প্রত্যাশার তুলনায় অপ্রাপ্তির পাল্লা ভারি’

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী; ৫০ বছরে আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের জেলা এবং মহানগর কমিটির যৌথ উদ্যোগে বুধবার রাজশাহীর জামিল আক্তার রতন মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে আদিবাসীদের প্রত্যাশার তুলনায় অপ্রাপ্তির পাল্লায় ভারি। দীর্ঘ দিন ধরে আদিবাসীদের অস্তিত্বের দাবিগুলো এখনো সরকার পূরণ করতে পারেনি। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবিগুলো স্বাধীনতার ৫০ বছরেও পুরণ হয়নি। ফলে আদিবাসীদের ভূমি বেদখল হয়ে যাচ্ছে।

জাতীয় আদিবাসী পরিষদের জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্রিষ্টিনা বিশ^াস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মহানগরের সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, জেলার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও রাজশাহী জেলার উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের গোদাগাড়ী উপজেলার সাবেক সভাপতি নন্দলাল টুডু, সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, সাধারণ সম্পাদক সোনা হেমব্রম, তানোর উপজেলা আহবায়ক কমিটির সদস্য বিশ^জিত রবিদাস, দুর্গাপুর উপজেলা সাধারণ সম্পাদক গোলাপী সরেন, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম এবং সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ।