ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৮:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে চক্রপদ রোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, March 22, 2022 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ক্লাব ফুট বা চক্রপদ আক্রান্ত দরিদ্র রোগিদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দ্য গ্যানকো ফাউন্ডেশন মিরাকল ফিটের সহায়তায় ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের মাধ্যমে ১৮টি পরিবারকে এই সহায়তা দেয়।

মঙ্গলবার সকালে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলে খাদ্যসামগ্রী ও নগদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার স.ম.ম বায়েজিদ-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ১৩ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিড়া, পাঁচ কেজি আলু, তিন কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও এক পিস করে সাবান দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক পরিবারকে নগদ ৪০০ টাকা করে দেওয়া হয়। এ সময় চিকিৎসক মেহেদী হাসান এবং মামুনুর রহমান উপস্থিত ছিলেন।