ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৬:১৮ অপরাহ্ন

পবা আ’লীগের মৃত নেতাকর্মী স্মরণে দোয়া অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, March 22, 2022 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও রাচিক’র সাবেক সিবিএ নেতা মরহুম আবু বকর সিদ্দিক এর আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালাম হোসেনের পিতা নছির উদ্দিন, পবা উপজেলা মহিলা লীগ সভাপতি আফরোজা বেগমের মেয়ে মনিরা বেগম ও কাপাসিয়া এলাকার আওয়ামী লীগ কর্মী মরহুম আনোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা আওয়ামী লীগ ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ইমাম মাওলানা মো. গোলাম মাওলা। দোয়ায় অংশ নেন পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি বেগম সুফিয়া হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।