ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

চারঘাটে ৩০ মণ ভেজাল গুড় জব্দ, গ্রেপ্তার ১

  • আপডেট: Tuesday, March 22, 2022 - 11:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ৩০ মণ ভেজাল গুড় জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে চারঘাট থানা পুলিশ উপজেলার গোপালপুর সরদারপাড়া গ্রামে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলী হোসেন (৪০)। তিনি গোপালপুর সরদারপাড়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। তার বাড়ি থেকে ৩০ মণ ভেজাল গুড় ছাড়াও বিভিন্ন রাসায়নিক উপাদান জব্দ করেছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, আলী তার নিজ বসতবাড়িতে চিনির সাথে ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তেরি করতেন। পুলিশ তার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নিয়েছে।