ঢাকা | মে ৪, ২০২৫ - ২:৩১ পূর্বাহ্ন

টিসিবির ফ্যামিলি কার্ড দিতে টাকা নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট: Monday, March 21, 2022 - 7:55 pm

 

অনলাইন ডেস্ক: সুলভে টিসিবির নিত্যপণ্য কিনতে ফ্যামিলি কার্ড দেওয়ার সময় কোনো লেনদেনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কারও বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে স্থানীয় জেলা ও ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন।

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নের টিসিবির কার্ড দিতে টাকা নেওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্টভাবে ওই ইউনিয়নের কথা জানা গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধির প্রভাব থাকায় এবং কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহার করায় তেলের দাম এখন নিম্নমুখী। রমজান মাস এলেই আমাদের দেশের কিছু মানুষ বাজার থেকে বেশি বেশি পণ্য কিনে মজুদ করার কারণেই স্বাভাবিকভাবে কিছু জিনিসের দাম বৃদ্ধি পায়। এ কারণেই সরকার নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে সারাদেশে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেয়ার উদ্যোগ নিয়েছে।

এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS