ঢাকা | মে ১০, ২০২৫ - ৭:৩৩ অপরাহ্ন

রাবির আইন বিভাগে শান্তিপূর্ণ সীমান্ত নিয়ে অ্যাকাডেমিক সেশন

  • আপডেট: Monday, March 21, 2022 - 10:58 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে শান্তিপূর্ণ সীমান্ত কর্তব্য ও করণীয় বিষয়ক অ্যাকাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার আইন বিভাগের প্রায় অর্ধ সহস্রের শিক্ষার্থীদের নিয়ে এই সেশন অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও রাবির আইন বিভাবেগর প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন। আলোচক ছিলেন প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর আব্দুল হান্নান প্রমুখ। রাবির আইন বিভাগের পক্ষ থেকে উপচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারকে একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন সম্মাননা স্মারক প্রদান করেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS