ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:৫৭ অপরাহ্ন

রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ৪

  • আপডেট: Monday, March 21, 2022 - 9:37 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- নগরীর বালিয়াপুকুর এলাকার শাহিন পারভেজ (৪০), শেখেরচক পাঁচানীমাঠ এলাকার মো. নাদিম (৫০), টিকাপাড়া এলাকার আরিফ শাহ (৫১) ও মো. রাশেদ (৪৩)। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।