ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৯ পূর্বাহ্ন

প্রত্যাশা অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না: দুদক চেয়ারম্যান

  • আপডেট: Monday, March 21, 2022 - 8:25 pm

 

অনলাইন ডেস্ক: দুদকের বার্ষিক প্রতিবেদনে দুর্নীতির উৎস অনুসন্ধান ও দুর্নীতি নির্মূলে সরকারের কাছে কমিশনের করা সুপারিশ প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দীন আব্দুল্লাহ।

সোমবার (২১ মার্চ) বিকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে আনুষ্ঠানিকভাবে ২০২০ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেন কমিশনের চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি নির্মূলে সরকারের কাছে আমরা যে সুপারিশ করি তা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে না। এগুলো বাস্তবায়ন করে একটা মেকানিজম করে দিতেও সুপারিশ করেছি।’

সুপারিশ বাস্তবায়নে দুদকের ভূমিকা নিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা দুর্নীতির উৎস অনুসন্ধান করে সুপারিশ করি, এ কাজ আমরা করেই যাবো। এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্ব স্ব দপ্তর- মন্ত্রণালয়। কেবিনেট ডিভিশন।’

মঈনুদ্দীন আবদুল্লাহ বলেন, করোনার কারণে সরকার সব অফিস আদালত বন্ধ রেখেছে। কখনো অর্ধেক কর্মকর্তা কাজ করেছে। কিন্তু আমাদের অনুসন্ধান ও তদন্ত থেমে নেই। দেখেবেন এই সময়ে আমাদের মামলার হার বেড়েছে। আমাদের কমিশনের উদ্দেশ্য হলো মামলা দীর্ঘসূত্রিতা কমানো এবং কোয়ালিটি রিপোর্ট দেওয়া।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের কর্মকর্তাদের অনেক অভাব রয়েছে, অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাদের সুযোগ-সুবিধা কিভাবে বাড়ানো যায়, যেন তারা ভালোভাবে কাজ করতে পারে। এছাড়া তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

কমিশনের অন্যতম কার্যক্রম ‘সততা স্টোর’, যেখানে তরুণ শিশু কিশোররা সততার শিক্ষা নিয়ে থাকে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা স্কুলগুলোতে আবারও সততা স্টোরের ওপর কার্যক্রম পরিচালনা করবো। সেই সঙ্গে জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নিয়েও কাজ করবো।’

এছাড়া দুদকের বার্ষিক প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন দুদক মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল। আরও বক্তব্য দেন কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান ও কমিশনার (তদন্ত) জহুরুল হক।