ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১২:৪২ পূর্বাহ্ন

রমজানে বাজার মনিটরিং হবে কঠোর হস্তে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট: Sunday, March 20, 2022 - 10:45 pm

বাঘা প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কতিপয় ব্যবসায়ী পণ্য মৌজুদ করার কারনে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু এবার সে সুযোগ হবেনা। এবার রমজানের পূর্বে সরকার এক কোটি গরিব-দুখি পরিবারের মাঝে দুই দফা করে (টিসিবি) পণ্য সরবরাহ করবে। তাছাড়া এবার পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং হবে কঠোর হস্তে। গতকাল রবিবার বাঘা উপজেলা চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্যের উদ্বোধনের পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

এর আগে শাহরিয়ার আলম বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নব নির্মিত দ্বিতীয়তলা ভবন এর উদ্বোধন এবং বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মুখে ‘‘জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ’’ উপলক্ষে ট্যাবলেট ও পানি তুলে দিয়ে এর উদ্বোধন করেন। সব শেষে তিনি বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে এলাকার বিভিন্ন বিষয় এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোকনুজ্জামান, বাঘা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু রাসেদ, রাজশাহী জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

এদিকে গতকাল চারঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ।

 ইউসুফপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান কাইকো ও সাধারণ সম্পাদক দুলাল সরকার।