ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৩৮ পূর্বাহ্ন

লালপুরে বৃদ্ধের আত্মহত্যা

  • আপডেট: Sunday, March 20, 2022 - 10:49 pm

 

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নে ঈশ্বরপাড়া গ্রামে লিয়াকত আলী (৫০) নামে একজন আত্মহত্যা করেছেন। নিহত লিয়াকত ঈশ্বরপাড়া গ্রামের মৃত হাসান মহুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে নিজ বাড়িতে মধ্যরাতের দিকে গলাই ফাঁস দিয়ে বৃদ্ধা আত্মহত্যা করেছেন। পরে স্থানীয় লোকজন লালপুর থানা পুলিশকে খবর দিলে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনে বলে জানা গেছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।