ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে ৩৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, March 19, 2022 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে ৩৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। উদ্বোধন শেষে প্রতিযোগীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনার অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মশাল প্রজ্জ্বলন শেষে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার এই প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন ও জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS