ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৮:৫৮ পূর্বাহ্ন

বাঘায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২, আহত ৫

  • আপডেট: Saturday, March 19, 2022 - 10:19 pm

বাঘা প্রতিনিধি: জামাইয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শিশুসহ ৫ জন। শুক্রবার সকাল ১১টায় নিহত দুইজনের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তারা রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রম ইউনিয়নের মিরগঞ্জের উপর আতারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজশাহীর নওহাটায় মেয়ের বাড়িতে বেড়াতে যান আকবর আলীসহ একই পরিবারের সাতজন। তারা মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষে বিকেল ৫ টার দিকে অটো রিকসা যোগে নিজ বাড়ি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জের উপর আতারপাড়া গ্রামে ফিরছিলেন। এ সময় তারা খড়খড়ি বাইপাস এলাকায় পৌছলে অটো রিকসা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে অটোরিকসার চাপায় সবাই আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে আকবর আলী (৬০) ও তার ভাই জয়নাল আলীর স্ত্রী পিঞ্জিরা বেগম (৫৫) মারা যান। এতে আহত হয়েছেন আকবর আলীর স্ত্রী মিনু বেগম (৪৫), স্ত্রী আনু বেগম ৫০), ছোট ছেলে অটো চালক আলাল উদ্দিন (৩৪), আরেক ছেলে ডলার আলীর ছেলে শিহাব আলী (১৩) ও দেলুয়ার হোসেনের মেয়ে সোহানা খাতুন (১১)।

এ বিষয়ে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া মেনে এসেছে। নিহত দুইজনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের নিজস্ব অটো রিকসায় জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা মারা গেছেন।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন মারা গেছেন এ বিষয়টি শুনেছেন বলে জানান, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন।