বাইডেনের সঙ্গে শির আলোচনার পরদিনই চীনের একটি চুক্তির খবর
অনলাইন ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার দুই ঘণ্টার বেশি সময় ভিডিওকলে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিন শনিবার চীন সামরিক সরঞ্জাম কেনার একটি চুক্তিতে সাক্ষর করেছে বলে খবর দিয়েছে সিনহুয়া।
চুক্তিটির কথা জানালেও এ বিষয়ে প্রতিবেদনে বিশদ কিছু লেখেনি চীনের রাষ্ট্রায়ত্ত এই সংবাদ সংস্থা। তারা বলেছে, সামরিক সরঞ্জাম কেনার চুক্তির তত্ত্বাবধানে নতুন নীতিমালায় স্বাক্ষর করেছে চীন। এই চুক্তির তত্ত্বাবধানে দক্ষতা উন্নত করা এবং সেনাবাহিনীর কাছে ভালোমানের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য। ২০ মার্চ থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে।
এদিকে শুক্রবার ভিডিও কনফারেন্সে বাইডেনের সঙ্গে আলোচনায় শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন এবং তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক ভূমিকা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে চীন যদি ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করে সামরিক সহায়তা প্রদান করে তবে এর প্রভাব ও পরিণতি খারাপ হবে বলে শি জিনপিংকে সতর্ক করেছেন জো বাইডেন।