ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:২৩ পূর্বাহ্ন

নওহাটায় প্যারাডাইস মটরস এবং মেগামার্টের উদ্বোধন

  • আপডেট: Saturday, March 19, 2022 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: নওহাটায় ‘প্যারাডাইস মটরস’ নামে হিরো মোটর সাইকেলের শো-রুম এবং সার্ভিস সেন্টারের পাশাপাশি ‘প্যারাডাইস মেগামার্ট’ নামে শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা থানা অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন, অধ্যাপক সামশুজ্জামান, শিক্ষক হযরত আলী।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজ প্যারাডাইসের জেনারেল সেক্রেটারী মো. আসাদুজ্জামান সোহেল, স্বাগত বক্তব্য রাখেন রাজ প্যারাডাইস মটরস ও মেগামার্ট’র প্রোপাইটার মো. মেহেদী হাসান শিপলু, শুভেচ্ছা বক্তব্য রাখেন নিলয়-হিরো মর্টস’র প্রতিনিধি আজিজুর রহমান। মো. মাহবুবুর রহমান বাচ্চু ও ওয়ালীউল আরেফিন তিনুর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক, প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলু, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলামসহ নওহাটা বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।