ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের ছুটি শুরু

  • আপডেট: Thursday, March 17, 2022 - 10:53 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের ছুটি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। ফলে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

সোনামসজিদ শুল্ক ষ্টেশনের উপ কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার পবিত্র শব-ই-বরাত উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ভারতের মালদা জেলার মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইমপোর্টার এসোসিয়েশনকে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রেক্ষিতে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০ মার্চ রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।