ঢাকা | অক্টোবর ৭, ২০২৪ - ১১:২৭ অপরাহ্ন

রাশিয়ার সঙ্গে ১৫ ধারাবিশিষ্ট সমঝোতার খবর অস্বীকার ইউক্রেনের

  • আপডেট: Thursday, March 17, 2022 - 7:31 pm

 

অনলাইন ডেস্ক: যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ১৫ ধারাবিশিষ্ট একটি সমঝোতা হয়েছে বলে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমস যে খবর প্রকাশ করেছে তা সত্য নয়। বৃহস্পতিবার সকালে অফিশিয়াল টুইটার একাউন্টে টুইট জরে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক।

তিনি আরো বলেন, রাশিয়ার পক্ষ থেকে ১৫ ধারাবিশিষ্ট ওই দাবি-দাওয়া উত্থাপন করা হলেও কিয়েভ তা মেনে নেয়নি।

পুদোলিয়াকের এ বক্তব্য ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে প্রচারিত হয়েছে। জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আলোচনায় দু’দেশের মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো হলো- যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং কয়েকটি দেশের কাছ থেকে কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া।

অবশ্য তিনি এসব বিষয়ে মতৈক্যের দাবি করলেও বিষয়গুলো নিছক ইউক্রেনের দাবি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, রাশিয়ার আচরণে যুদ্ধবিরতি মেনে নিয়ে সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।