ঢাকা | মে ১২, ২০২৪ - ৮:৫১ পূর্বাহ্ন

২৬ মার্চ চালু হতে পারে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

  • আপডেট: Wednesday, March 16, 2022 - 7:43 pm

 

অনলাইন ডেস্ক: কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকা বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন ২৬ মার্চ থেকে আবারও চালুর প্রস্তাব দিয়েছে ভারত।

বুধবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কবে নাগাদ ট্রেন চালু হবে সে বিষয়ে আগামী রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ঢাকা-কলকাতা রুটে চলে ২০০৮ সালে চালু হওয়া ‘মৈত্রী এক্সপ্রেস’। খুলনা-কলকাতা রুটে চলে ‘বন্ধন এক্সপ্রেস’। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটে ‘মিতালি এক্সপ্রেস’ নামে আরেকটি ট্রেন ২০২০ সালের ২৬ মার্চ উদ্বোধন করা হয়। তবে করোনার কারণে ট্রেনটিতে এখন পর্যন্ত কোনো যাত্রী পরিবহন করা হয়নি।

করোনায় যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতে রেলপথে পণ্য পরিবহন করা হয়। ২০২০-২১ অর্থবছরে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি হয় ৩৬ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। আগের অর্থবছর আমদানির পরিমাণ ছিল ১৬ লাখ ৩৪ হাজার মেট্রিক টন।