ঢাকা | মে ১১, ২০২৫ - ১১:২২ অপরাহ্ন

রাজশাহীতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যুুবক নিহত

  • আপডেট: Wednesday, March 16, 2022 - 11:22 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী এলাকায় বুধবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। এই গাড়ির দুই আরোহীর মধ্যে একজন পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মো. আকাশ (২২)। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম।

অপর আরোহীর নাম সজিব (২৩)। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানা এলাকায়। তার বাবার নাম মাসুম মিয়া। সজিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, প্রাইভেটকারটি রাজশাহী-নাটোর সড়ক দিয়ে দ্রুতগতিতে নাটোরের দিকে যাচ্ছিল। হঠাৎ রাজশাহী জুটমিলের দুই নাম্বার গেটের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে আকাশ মারা যান। তার লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ওসি বলেন,এই দুর্ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আহত অবস্থায় যিনি আছেন তার জ্ঞান ফিরলেই শুধু দুর্ঘটনার রহস্য উদ্ধার করা যাবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS