ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ৪:০৬ পূর্বাহ্ন

আজও করোনায় মৃত্যুশূন্য দেশ

  • আপডেট: Wednesday, March 16, 2022 - 7:59 pm

 

অনলাইন ডেস্ক: টানা দ্বিতীয় দিন করোনাভাইরাসে মৃত্যুশূন্য থাকল বাংলাদেশ। গত এক দিনে করোনায় কেউ মারা যায়নি দেশে। মঙ্গলবারও (আগের ২৪ ঘণ্টা) করোনায় দেশ মৃত্যুশূন্য থাকার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সর্বশেষ গত ১৫ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য থাকে বাংলাদেশ।

এদিকে গত এক দিনে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.৩৮ শতাংশ। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাতে শনাক্ত হন ১৮২ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ১৯২ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জনে।

এদিকে গত এক দিনে করোনায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই থাকল।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Proudly Designed by: Softs Cloud