ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

  • আপডেট: Tuesday, March 15, 2022 - 11:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের পুলিশ সুপার আবদুস সালাম এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী। সভায় বক্তারা ভোক্তা অধিকার নিশ্চিত করার ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।