ঢাকা | মে ১, ২০২৪ - ৪:৫৬ অপরাহ্ন

বিভিন্ন উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

  • আপডেট: Tuesday, March 15, 2022 - 10:07 pm

সোনালী ডেস্ক: বিভিন্ন উপজেলায় “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

পবা
পবা উপজেলা মিনি সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, ওয়াজেদ আলী খান, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্যানেটারি কর্মকর্তা জালাল উদ্দিন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, সার্ভেয়ার সাদ্দাম হোসেন প্রমূখ।

পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপাহার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের-সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা পারভিন, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম বিল্লাহ, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম, জেলা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক ফুয়ারা ইয়াসমিন, জেলা পশু সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও ক্যাবের জেলা সভাপতি আব্দুল হান্নান।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য ট্রাক শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, গোমস্তাপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা এল জি ই ডি অফিসার সুলতান ইমাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার রইছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।