নগরীতে প্রান্তিক মানুষের উন্নয়ন বিষয়ক জনসংলাপ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর প্রান্তিক মানুষের সমস্যা ও প্রতিকার নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে নগরীর বড়বনগ্রামে অবস্থিত সামাজিক কল্যাণ সংস্থার হল রুমে জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক কল্যাণ সংস্থা ও বারসিকের যৌথ আয়োজনে এতে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের প্রান্তিক মানুষসহ স্থানীয় নাগরিক সমাজের মানুষ ও জনপ্রতিনিধিবৃন্দ। সংলাপে অংশগ্রহণকারীগণ রাজশাহী শহরে যেমন অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে তেমনি নগর প্রান্তিক মানুষের উন্নয়নের দিকগুলোও নিয়ে আরো বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করেন। রাজশাহীতে শহর প্রান্তিক মানুষের নাগরিক অধিকারগুলো নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বস্তি এলাকাগুলেতে বিদ্যুৎ , পানিসহ বসবাসের স্থায়ী সকল সুযোগ সুবিধাগুলোর দাবি জানান।
জনসংলাপে অংশগ্রহণ ও সংহতি জ্ঞাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কমিশনার শাহাদাত আলী শাহু। জনসংলাপে শহর প্রান্তিক মানুষের নাগরিক অধিকার এবং সরকারের বিভিন্ন সেফটিনেট কর্মসূচি সচেতনতামূলক বিষয়ে তথ্য প্রেজেন্টশন তুলে ধরেন উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়ক শহিদুল ইসলাম।
জনসংলাপে বক্তব্য দেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, কোষাধ্যাক্ষ্য আরিফ হাসান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, এলাকার সমস্যা সম্ভাবনা বিষয়ে কথা বলেন সীমা খাতুন, আল আমিন, জালাল উদ্দিন, সারেজান, সাইলা খাতুন, আব্দুল্ল্যাহ আল মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।