ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাশ ৭ জন, এ প্লাস পেল ১৮ জন

  • আপডেট: Sunday, March 13, 2022 - 11:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। বোরবার রাজশাহী শিক্ষা বোর্ডের সভা শেষে এই ফল প্রকাশিত হয়। পুনর্মূল্যায়নের ফলে ফেল থেকে পাশ করেছে ৭ জন। আর নতুন করে এ প্লাস পেয়ছে ১৮ জন।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরিফুল ইসলাম বলেন, এবার শিক্ষার্থীদের কাছে থেকে ৬ হাজার ৭০৭টি আবেদন পড়ে।

এতে মোট ৩৩ জনের ফল পরিবর্তন হয়েছে। তিনি বলেন, যাদের ফল পরিবর্তন হয়েছে তারা মুঠোফোনে এসএমএস পেয়েছে। এ ছাড়া ওয়েবসাইটেও নতুন ফলাফল দেওয়া হয়েছে।