ঢাকা | এপ্রিল ৬, ২০২৫ - ১০:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের মানববন্ধন

  • আপডেট: Saturday, March 12, 2022 - 9:07 pm

স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজশাহী ওয়াসার পানির মূল্য তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার বেলা ১১টায় রাজশাহী শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনের জেলা ও মহানগর শাখা এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।

কর্মসূচিতে বক্তারা বলেন, পাকিস্তান আমল থেকেই প্রতি রমজানের আগে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু রমজানের আগে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাওয়াটা বন্ধ হয়নি। কোন দল, কোন সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে সমাজের একটা শ্রেণি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

তারা আরো বলেন, ব্রিটিশরা সমস্ত আইন কানুন তৈরি করেছিল তাদের সুবিধা করে নিতে। তারা এই দেশ থেকে সম্পদ পাচার করেছে। সেই একই আইন এখনও কার্যকর। সেসব আইনের ফাঁক-ফোকর দিয়ে সুযোগ নিচ্ছে প্রভাবশালী মহল। পাচার হচ্ছে দেশের কোটি কোটি টাকা। তাই দেশের আইনকানুন সংস্কার করতে হবে। বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি থামাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এছাড়া রাজশাহী ওয়াসা যেভাবে পানির মূল্য তিনগুণ বৃদ্ধি করেছে তারও সমালোচনা করেন। তারা দ্রুত ওয়াসাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, উন্নয়নের দোহাই দিয়ে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পেটে ভাত না থাকলে এই উন্নয়ন আমরা কি করব? আমরা কি বিল্ডিং খাব? রাস্তা খাব?

তারা বলেন, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাজশাহীর মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজশাহীর প্রতিটি মানুষই রাস্তায় নামতে বাধ্য হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত বেগের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের নগর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, আইনজীবী শাহীন মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম কনক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয়, সাকলায়েন গৌরব, ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

Proudly Designed by: Softs Cloud