ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১২:২৬ পূর্বাহ্ন

নওহাটা বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট: Saturday, March 12, 2022 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয় চত্তরে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলমগীর, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী দেওয়ান, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফছার আলী, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক। উপস্থিত ছিলেন নওহাটা পৌর কাউন্সিলর রাসেদা বেগম, রেশভানু, হাবিবুর রহমান, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মাননানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।