ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

ফেসবুকে ভিডিও কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি করে দিল হাইকোর্ট

  • আপডেট: Thursday, March 10, 2022 - 7:58 pm

 

অনলাইন ডেস্ক: ফেসবুকে মানহানিকর ভিডিও কনটেন্ট নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে ১০ সদস্যের একটি কমিটি করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।

বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গঠন করে দেওয়া কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

ফেসবুকে ভিডিও কনটেন্ট নিয়ন্ত্রণে বেসরকারি টিভি স্টেশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এসংক্রান্ত একটি রিট করেন। আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান খান।

ওই কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিব, পররাষ্ট্র সচিবকে রাখা হয়েছে। এছাড়া কমিটিতে বিটিআরসির চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও টেলিভিশন চ্যানেলের একজন প্রতিনিধি রাখা হয়েছে।