ঢাকা | মে ৮, ২০২৫ - ৮:২৪ পূর্বাহ্ন

নাটোরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অধ্যক্ষ গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 10, 2022 - 9:17 pm

নাটোর প্রতিনিধি: নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নাটোরের লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসা অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠায়। ছাত্রীটি আসলে ফাঁকা মাদরাসায় অধ্যক্ষ নিজ অফিসে ডেকে আনে। এসময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন।

এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‌্যাব। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে র‌্যাব।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS