ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

নগরীতে গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Thursday, March 10, 2022 - 9:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে চার কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নগরীর গুড়িপাড়া এলাকার শাওন ইসলাম সুজন (২৩), আলীগঞ্জ এলাকার আসাদুল ইসলাম (২৩) ও আশরাফুল ইসলাম (২২)। গত বুধবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুড়িপাড়ায় বাড়িতে গাঁজা বিক্রির সময় চার কেজি গাঁজাসহ শাওন ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়। আর ফেরতাপাড়া রোডে চেকপোস্ট বসিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশা থেকে ৬৫ লিটার চোলাই মদসহ আসাদুল ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।