ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৫:৩৬ অপরাহ্ন

এক দিনে শনাক্ত ৩২৭, মৃত্যু ৩

  • আপডেট: Thursday, March 10, 2022 - 7:47 pm

 

অনলাইন ডেস্ক: দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩২৭ জন। এতে শনাক্তের হার কমে ১.৯১ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩২৭ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। মোট শনাক্তের হার ১৪.৩৩ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তারা সবাই পুরুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১০০ জনে গিয়ে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।