ঢাকা | মে ৯, ২০২৫ - ৪:৪১ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 10:14 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রামে পানিতে ডুবে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৮মার্চ উল্লাপাড়ার সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উল্লাপাড়ায় এক আত্মীয়র বিয়ের দাওয়াতে যায় মাঝগ্রামের বাবুর পরিবার। বাবুর পুত্র রাজু (১৬) ও মাজেদুল (৯) গিয়েছিল ওই এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে। নদীতে গোসল করতে নেমে ছোট ভাই মাজেদুল ডুবে যাচ্ছে দেখে, বড় ভাই রাজু উদ্ধার করতে নেমে ২ জনই ডুবে নিখোঁজ হয়ে যায়।

পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তাদের লাশ উদ্ধার করে। গভীর রাতে ২ ভায়ের লাশ মাঝগ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল তাদের নিজগ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

এ ব্যাপারে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: দিদারুল ইসলাম জানান, ডুবুরি দল বিকেলে রাজু আলী ও সন্ধ্যায় মাজেদুল এর মরদেহ ফুল ঝড় নদী থেকে উদ্ধার করে রাতে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। বুধবার দুই ভায়ের দাফন সম্পন্ন হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS