ঢাকা | মে ১৯, ২০২৪ - ৩:২২ অপরাহ্ন

হ্যাকিংয়ের শিকার স্যামসাং

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 12:25 pm

অনলাইন ডেস্ক: হ্যাকিংয়ের শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ‘লাপসুস’ নামের হ্যাকার দল প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ডাটাসহ স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের সোর্স কোড হাতিয়ে নিয়েছে।

হ্যাকিংয়ের কথা স্বীকার করলেও স্যামসাং জানিয়েছে, তাদের কর্মী ও গ্রাহকদের ব্যক্তিগত গোপন তথ্য সুরক্ষিত রয়েছে। তবে সোর্স কোড খোয়া যাওয়ার খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

চলতি মাসের শুরুতেই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করে লাপসুস। তারা হ্যাক করা ২০০ গিগাবাইট ডাটার স্ক্রিনশট অনলাইনে ছেড়ে দেয়। ফাঁস করা ডাটার মধ্যে স্যামসাংয়ের এনক্রিপশন সেবা ছাড়াও গ্যালাক্সি ডিভাইসের ‘বায়োমেট্রিক আনলকিং’ সোর্স কোডও ছিল।

সোনালী/জেআর